Advertisement


মহেশখালীতে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠান সম্পন্ন, সর্বিক শান্তি কামনা


মহেশখালীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উৎযাপন করেছেন। এ নিয়ে মঙ্গল শোভাযাত্রা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

সংশ্লিষ্টদের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায় -মহেশখালী ঠাকুরতলা কেন্দ্রীয় হরি মন্দিরে অনুষ্ঠানের মধ্যে ছিল মুধুসদন স্তুতি, নগর কীর্তন, গীতা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সমবেত উপাসনা ও ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, সন্ধ্যা আরতি, শ্রী কৃষœ পালা কীর্তন ও সারা রাত ব্যাপী ভাগবত পাঠ। জন্মাষ্টমী উৎযাপন পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি আশীষ চন্দ্র দে এর সভাপতিত্বে ও তপন কান্তি দে এর সঞ্চালনায় রোববার এ সব অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন ছিল মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে মহেশখালী আদিনাথ এলাকায় এ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, মহেশখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রতন কুমার দাশ গুপ্ত, মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ(পিপিএম বার), মাস্টার দিলীপ দাশ, মহেশখালী পুজা উৎযাপন পরিষদ সভাপতি ব্রজ গোপাল ঘোষ, সাঃ সম্পাদক প্রণব কুমার দে, মহেশখালী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি শান্তি লাল নন্দি, অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশ গোরকঘাটা শাখার পক্ষে  সাবেক কাউন্সিলার প্রণব দে ঈদুল, অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশ বলরাম পাড়া শাখার পক্ষে কাউন্সিলার রতন কান্তি দে, অদ্বৈত অচ্যুত মিশন বাংলাদেশ ঠাকুরতলা শাখার পক্ষে রাজু মোহন দে, মহেশখালী বিশ্ব বিদ্যালয় কলেজের পক্ষে সভাপতি শিপন ঘোষ, জলদাশ পাড়া জগন্নাত সমাজিক গীতা শিক্ষা নিকেতনের পক্ষে সনজিত চক্রবর্তী। আলোচনা শুরুতে পবিত্র গীতা পাঠ করেন কাউন্সিলার সনজিত চক্রবর্তী। উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উৎযাপন পরিষদের সা. সম্পাদক রাজু মোহন দে, রুপন দে, রামজয় দে, দীপক দে, কৃষœ বিকাশ দাশ, ঝুলন দাশ, শঙ্কর দে, শৈবাল দে, সাধন দে, বিষœু দে, মন্টু দে, উত্তম দে, প্রকাশ দে, সুজন দে, সম্ভু দে প্রমুখ।

তাছাড়া বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাদল দে, উদ্ভব দাশ, কমল কৃষœ ঘোষ, মাস্টার তপন দে, মাস্টার সম্ভু দে, ডাঃ শ্রীমন্ত দে, সুজন দে, রবীন্দ্র দে, গীতা শিক্ষা কমিটির বাগীশিক পরিমল শর্মা, মাস্টার বাশিরাম, প্রিয়তেষ দে, কানু রাম দে, মাস্টার ননী গোপাল দে প্রমুখ।

সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক আশীষ চক্রবর্তী ও অধ্যাপক দীপক ভট্টচার্য।

সভায় স্বাগত বক্তব্য রাখেন জন্মষ্টমী উৎযাপন পরিষদের সভাপতি আশীষ চন্দ্র দে।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আশেক বলেন - জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আওয়ামী লীগ সরকার সম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। তাই সকল ধর্মের মত সনাতনী ধর্মাবলম্বীদের জন্যও বহুমুখী উন্নয়নমুখি কাজ করে চলছে। পৃথিবীর ঐতিহ্যবাহী তির্থ স্থান আদিনাথ মন্দিরের এলাকা মহেশখালীতে দীর্ঘ দিন থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে সবাই সহবস্থান করে আসছেন। তিনি এমন আয়োজনের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এদিকে জন্মষ্টমীর এ আয়োজন থেকে সার্বিক শান্তির লক্ষে বিশেষ প্রার্থনা করা হয়।

এসব আয়োজন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় সকল অংশগ্রহণকারী সংগঠন, বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ, মহেশখালী শাখা ও নিরপত্ত্বার কাজে নিয়োজিত থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি জন্মষ্টামী উৎযাপন পরিষদ বংলাদেশ, মহেশখালী উপজেলা শাখা কৃতজ্ঞতা প্রকাশ করেন।