Advertisement


সোনাদিয়ায় যাত্রা শুরু করলো স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-৩ ::


নিজস্ব প্রতিবেদক

মহেশখালীর শিক্ষা অনগ্রসর দুর্গম এলাকা সোনাদিয়ায় যাত্রা শুরু করেছে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-৩। গতকাল বৃহস্পতিবার জয়বাংলা ইয়ুথ এওয়ার্ড প্রাপ্ত সামাজিক সংগঠন স্বপ্নযাত্রী ফাইন্ডেশনের উদ্দ্যেগে প্রতিষ্ঠিত এই স্কুলটির উদ্বোধন করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন। 

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহেশখালী শাখার আহবায়ক আরিফ বিন সালেহ’র সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কামাল হোসেন  এবং বিশেষ অতিথি ছিলেন গ্রীণ এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সভাপতি মোস্তফা আনোয়ার চৌধুরি ও মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রোকন।

উদ্বোধক চেয়ারম্যান মি. মোশারফ তার বক্তব্যে সোনাদিয়ার লোকজনদের দু:খ দুর্দ্দশার কথা তুলে ধরে বলেন,“ সোনাদিয়ায় আগেও অনেকে স্কুল খোলার চেষ্টা করেছে, অনেক এ এলাকার লোকজনদের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু তাদের কেউই কথা রাখে নি। আপনারা স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কাছে আমরা আশা রাখবো অন্তত আপনারা এরকম কাজ করবেন না। অনুরোধ থাকবে আপনারা এ স্কুলটি নিয়মিত চালিয়ে যাবেন। আর এজন্য আমাদের কোন সহযোগিতা প্রয়োজন হলে আমরা তা করতে প্রস্তুত।”

অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালীর সব খবরের সহ-সম্পাদক অসীম দাশ, রিপোটার্স ইউনিটি মহেশখালীর সভপতি এনামুল হক।