Advertisement


কক্সবাজারের ১৭ ইউপির নির্বাচন ২২ মার্চ


কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ উপজেলার মোট ১৭ ইউনিয়নে নির্বাচন আগামী ২২ মার্চ অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে সব প্রস্তুতি শেষ করেছে সংশ্লিষ্ট প্রশাসন।
কুতুবদিয়া উপজেলা : কুতুবদিয়ার ৬ ইউনিয়নে প্রার্থীর সংখ্যা ২৯২। তাদের মধ্যে চেয়ারম্যান পদে রয়েছেন ২৯ জন, সংরক্ষিত নারী সদস্য রয়েছেন ৬০ জন এবং সাধারণ সদস্য রয়েছেন ২০৩ জন। উত্তর ধূরুং ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ইয়াহিয়া খান কুতুবী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আ স ম শাহরিয়ার চৌধুরী (মোটর সাইকেল), বর্তমান চেয়ারম্যান সিরাজদ্দৌল্লাহ (আনারস), আজিজ মুহাম্মদ শাহ নিয়াজ (চশমা) ও বিএনপির মুহাম্মদ নেজাম উদ্দিন (ধানের শীষ)। দক্ষিণ ধূরুং ইউনিয়নের আওয়ামী লীগের আরিফ মোশাররফ (নৌকা), বিএনপির সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আল্ আজাদ (আনারস), তারেক মো. নওশাদ (ঘোড়া), নূরুল আমিন (চশমা), জাতীয় পার্টির জয়নাল আবেদীন (লাঙ্গল)। লেমশীখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ কুতুবী (নৌকা), বিএনপির মো. আকতার হোছাইন (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (অটো রিকশা), মো. সরওয়ার আলম (আনারস), আবু মজিদ আবদুল্লাহ (চশমা) ও মো. আজম (ঘোড়া)। কৈয়ারবিল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো. আজমগীর (নৌকা), সাবেক চেয়ারম্যান জালাল আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী মো. আবু মুছা কুতুবী (আনারস), মনোয়ারুল ইসলাম চৌধুরী মুকুল (ঘোড়া)। বড়ঘোপ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী (নৌকা), বর্তমান চেয়ারম্যান শাকের উল্লাহ (স্বতন্ত্র মটর সাইকেল), মোহাম্মদ মোবারক হোছাইন (ধানের শীষ), মিজানুর রহমান (স্বতন্ত্র-ঘোড়া), ছাবের আহমদ (স্বতন্ত্র-আনারস)। আলী আকবর ডেইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নূরুচ ছফা (নৌকা), বর্তমান চেয়ারম্যান ফিরোজ খান চৌধুরী (ধানের শীষ), মো. শহিদুল্লাহ (লাঙ্গল)।
মহেশখালী উপজেলা : মহেশখালীর ৭টি ইউনিয়নে এবার ৪৯৮ জন প্রার্থী রয়েছে। যার মধ্যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩৬ জন, সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ৮৮ জন এবং সাধারণ সদস্য প্রার্থী ৩৭৪ জন। ধলঘাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে কামরুল হাসান (নৌকা), নুরুল আলম (আনারস), নুরুল ইসলাম মনি (লাঙ্গল), সরওয়ার আলম শাহিন (ধানের শীষ)। মাতারবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে এনামুল হক (নৌকা), নাছির উদ্দিন মোহাম্মদ বাবর চৌধুরী (ধানের শীষ), মোস্তাক আহমদ (চশমা), মো. কাউছার (মটর সাইকেল), মো. ইলিয়াছ (হাত পাকা), মোহাম্মদ উল্লাহ (আনারস)। হোয়ানক ইউনিয়নে চেয়ারম্যান পদে এনামুলক করিম চৌধুরী (ধানের শীষ), মোস্তফা কামাল (নৌকা), আমান উল্লাহ (মটর সাইকেল), ইসরাত জাহান নিনা (টেলিফোন), মাহাবুবুল আলম (আনারস)। বড় মহেশখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মো. শরিফ বাদশা (নৌকা), আব্দুল মান্নান (ঘোড়া), এনায়েত উল্লাহ বাবুল (চশমা), আক্তার কামাল চৌধুরী (মটর সাইকেল), রাহমত করিম (আনারস), মাহাবুব আলম (লাঙ্গল)। ছোট মহেশখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে আব্দু সামাদ (আনারস), নুরুল হুদা (ধানের শীষ), জিহাদ বীন আলী (নৌকা), সিরাজুল মোস্তফা (ঘোড়া), সিরাজুল মোস্তফা বাশি (লাঙ্গল)। কুতুবজুম ইউনিয়ন চেয়ারম্যান পদে মোশারফ হোসেন খোকন (নৌকা), মো. সোহেল (লাঙ্গল), সফিউল আলম (ধানের শীষ), শহিদুল ইসলাম মুন্না (টেলিফোন)। কালারমারছড়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী তারেক বিন ওসমান শরীফ (নৌকা), এখলাছুর রহমান (ধানের শীষ), আনসারুল করিম (আনারস)।
টেকনাফ উপজেলা : টেকনাফ উপজেলার ৪টি ইউনিয়নে (টেকনাফ সদর, সাবরাং, বাহারছড়া ও সেন্টমার্টিন) চেয়ারম্যান পদের প্রার্থী রয়েছেন ২৯ জন, সংরক্ষিত নারী আসনের প্রার্থী ৪৪ জন ও সাধারণ সদস্য প্রার্থী ২১৬ জন। টেকনাফ উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে টেকনাফ সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নুরুল আলম (নৌকা), জিয়াউর রহমান (ধানের শীষ), মোহাম্মদ ইসমাঈল (লাঙ্গল), মো. শাহাজাহান মিয়া (আনারস), মোক্তার আহম্মদ (ঘোড়া), আব্দুর রহমান (টেলিফোন), দিদারুল আলম (অটোরিকশা)। সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান (অটোরিকশা), সোনা আলী (নৌকা), সোলতান আহম্মদ (ধানের শীষ), মোহাম্মদ আয়াছ (লাঙ্গল), নুর হোসন (টেলিফোন), মো. ইসমাইল (আনারস), জাহিদ হোছাইন (মটর সাইকেল) ও আবুল ফয়েজ (চশমা)। বাহারছড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মৌলভী হাবিব উল্লাহ (আনারস), মৌলভী আজিজ উদ্দীন (নৌকা), সেকান্দর (ধানের শীষ), জসিম উদ্দীন (লাঙ্গল), সাইফুল্লাহ (অটোরিকশা), মোশারফ হোসেন চৌধুরী (মটর সাইকেল), মো. রফিক উল্লাহ (চশমা), হুমায়ন কাদের চৌধুরী (ঘোড়া), হাসিনা আক্তার (টেলিফোন)। সেন্টমাটিন ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মুজিবুর রহমান (নৌকা), মওলানা আব্দুর রহমান (ধানের শীষ), নুর আহমেদ (মটর সাইকেল), আবদুর রহমান (আনারস) ও এম কেফায়েত উল্লাহ (টেলিফোন)।
এদিকে হ্নীলা ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এইচ কে আনোয়ার, বিএনপির জাফর আলম, জহির আলম ও ফেরদৌস আহমদ।
এছাড়া সাধারণ সদস্য পদে ৭৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
হোয়াইক্যং ইউনিয়নে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনীত একক চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলম জুয়েল, বিএনপির জুনায়েদ আলী চৌধুরী এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান জেলা জামায়াতের রুকন নুর আহমদ আনোয়ারী। এছাড়া সাধারণ সদস্য পদে ৭২ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৯ জন প্রার্থী মানোনয়নপত্র জমা দিয়েছেন।
তবে হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ২২ মার্চের পরিবর্তে ২৭ মার্চ ভোটগ্রহণ হবে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।