Advertisement


আমাকে খুন করা হবে- ইমরান

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার জানিয়েছেন, তাকে খুব শিগগিরই হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে।

রবিবার সন্ধ্যায় তার মোবাইল ফোনে এ হুমকি দেওয়া বলে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে একথা জানিয়েছেন ইমরান এইচ সরকার।

ফেসবুকে তিনি লেখেন, ‘আজ সন্ধ্যা ৭টা ১২ মিনিটে ‘ইউনাইটেড কিংডম’ এর কোড সম্বলিত একটি নাম্বার থেকে আমাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। বলা হয়েছে আমাকে খুব শীঘ্রই হত্যা করা হবে।’

ইমরান লেখেন, ‘আমি জানতে চাইলাম কে বলছেন, কোথা থেকে বলছেন কোন উত্তর দেয়া হয়নি। বারবার শুধু বলা হলো হত্যা করা হবে। কোথায়, কিভাবে খুন করবেন জানতে চাইলে কল কেটে দিয়েছে।’

স্ট্যাটাসে ইমরান বলেন, ‘আমি জানি এটা জানানো কিংবা না জানানোতে তেমন কিছু আসে যায় না। তারপরও মনে হলো সবাইকে জানিয়ে রাখা দরকার। আর হুমকি-ধামকি দিয়ে আমাকে থামানো যাবে ভাবাটাও অবান্তর।’

তিনি লেখেন, ‘যে দেশে খুন-ধর্ষণেরই বিচার হয়না সেদেশে হুমকি তেমন বড় কোনো ঘটনা না। তাছাড়া কয়েকদিন আগে কিছু পথভ্রষ্ট রাজনীতিক তো আমাকে প্রকাশ্যেই হত্যার হুমকি দিয়েছিল, তার কি বিচার হয়েছে?’

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ফেসবুকে লেখেন, ‘প্রকাশ্যে হত্যার হুমকির পর আমার এক পুরনো বন্ধু জানতে চেয়েছিল, হত্যার ষড়যন্ত্রের বিচার হলে প্রকাশ্যে হুমকির বিচার হবে কিনা? আমি উত্তর দিয়েছি, আমি কৃষকের সন্তান, প্রধানমন্ত্রীর সন্তান হলে নিশ্চয়ই হতো।’

এর আগে ২০১৫ সালের অক্টোবর মাসে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আরাফ আল ইসলাম আইএসবি নামে একটি সংগঠনের পক্ষ থেকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

ওই ঘটনায় তখন জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ইমরান।