Advertisement


কাল থেকে আগের ভাড়ায় চলবে স্পিডবোট-গামবোট

নিজস্ব প্রতিবেদক

কাল সোমবার থেকে মহেশখালী-কক্সবাজার নৌ রুটে সব ধরনের নৌ যান চলবে পূর্বের ভাড়া অনুসারে।- বিষয়টি নিশ্চিত করেছে মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: জামিরুল ইসলাম।

তিনি জানিয়েছেন, আগামীকাল থেকে বোটের সংখ্যাও আগের মতই থাকবে। ভাড়াও নেয়া হবে আগের মত। এর ফলে আগামীকাল থেকে এই রুটে যাতায়তকারীদের স্পিড বোটে ভাড়া গুনতে হবে ৭৫ টাকা, গাম বোটে ৩০ টাকা এবং চৌফলদন্ডী ঘাটে ভাড়া পড়বে ৬০ টাকা।

‘মাস্ক পরিধান ছাড়া কাউকেই বোটে উঠতে দেয়া হবে না’- জানিয়ে ইউএনও মি.জামিরুল আরও বলেন,“ করোনা ভাইরাসের কারণে সব যাত্রীকেই নিজ নিজ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”