Advertisement


লেখনি প্রতিভার বিকাশ ঘটাতে দ্বীপাঞ্চল সাহিত্য পরিষদের প্রতিযোগিতা


বিশেষ প্রতিনিধি।।

মহেশখালীতে সাহিত্য-সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে ভিন্নধর্মী এক প্রতিযোগিতার আয়োজন করেছে দ্বীপাঞ্চল সাহিত্য পরিষদ নামের একটি সাহিত্য সংগঠন।  আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মহেশখালীর তরুণ প্রতিভাবানদের খুজেঁ বের করতেই দ্বীপাঞ্চল সাহিত্য পরিষদের এই প্রতিযোগিতা। প্রতিযোগিতা অনুষ্টিত হবে দুটি গ্রুফে। প্রত্যেক গ্রুফের প্রতিযোগিতার বিষয়ও থাকছে আলাদা আলাদা।

সংগঠনটির এডমিন আরিফ বিন সালেহ জানিয়েছেন, “সাহিত্য চর্চার প্রতি গুরুত্ব ও নতুন প্রজন্মকে উদ্ধুদ্ধ এই দুইটি বিষয়কে সামনে রেখে ক্যাটাগরি ভিত্তিক লেখা আহবান করছি আমরা ৷ ক্যাটাগরি ভিত্তিক একেকজন প্রতিযোগী একাধিক লেখা জমা দিতে পারবেন ৷ সম্মানীত বিচারকদের সর্বোচ্চ নাম্বারের উপর ভিত্তি করে প্রতিযোগীদের সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে ৷”

মহেশখালীর সব খবর’কে পাঠানো প্রতিযোগিতার বিজ্ঞপ্তির মৌলিকতা ধরে রাখতে প্রতিযোগিতা বিস্তারিত হুবুহ তুলে ধরা হলো:

★ ক গ্রুপ (এইচএসসি- অনার্স লেভেল)

বিষয়: তরুণদের চোখে মহেশখালী

★ খ গ্রুপ ( ষষ্ঠ - দশম)

বিষয়: আমার যত লেখা

💑প্রতিযোগীতার নিয়মাবলি:

☞ একজন প্রতিযোগী বিষয়ের আলোকে একাধিক লেখা জমা দিতে পারবেন

☞ প্রতিজন প্রতিযোগী এক কপি ছবি, পূর্নাঙ্গ নাম, ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, ও ফোন নাম্বার উল্লেখ্য পূর্বক লেখার পান্ডুলিপি ( সফট কপি, হার্ড কপি ) জমা দিবেন

☞ প্রতিজন প্রতিযোগীর লেখা মহেশখালী দ্বীপাঞ্চল সাহিত্য পরিষদের ফেইসবুক গ্রুপে পোস্ট করতে হবে

☞ লেখায় অশালীন ও কুরুচিপূর্ণ শব্দের ব্যাবহার করা যাবেনা

☞ অন্যের লেখা কপি করা যাবেনা

☞ সম্মানীত বিচারকদের সিদ্বান্তই চুড়ান্ত

☞ সম্মানিত বিচারকদের রায়ে প্রতি গ্রুপ হতে তিনজনকে পুরস্কার ও সনদ পত্র প্রদান করা হবে

☞ সৃজনশীল ভাষার ব্যাবহার ও মার্জিত শব্দ চয়নের জন্যে বিশেষ পুরস্কার ও সনদ পত্র প্রদান করা হবে

// এ.ডি// এস-ই //