Advertisement


হোয়ানকে মাস্ক ও করোনা সচেতনতায় ‘অনর মাস্ক হড়ে’ কর্মসূচি অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক।।

মহেশখালীতে করোনার সেকেন্ড ওয়েব মোকাবেলায় তৃতীয় বারের মতো জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক বিতরণ করেছে শুভসংঘ। রবিবার সকালে উপজেলার হোয়ানক ইউনিয়নের টাইমবাজার জামে মসজিদের সামনে শুভসংঘ মহেশখালী শাখার উদ্যোগে পালন করা হয় ওই মাস্ক বিতরণ কর্মসূচি। এ সময় শুভসংঘ সদস্যরা ব্যানার ও প্লাকার্ড হাতে সবাইকে মাস্ক পরার অনুরোধ করেন।

এ সময় উপস্থিত ছিলেন হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল, মহেশখালীর সব খবরের প্রতিবেদক সাংবাদিক রকিয়ত উল্লাহ, কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য অসীম দাশ গুপ্ত, শুভসংঘ মহেশখালী শাখার আহ্বায়ক আরিফ বিন ছালেহ, সদস্যসচির নাজমুস সাকিব প্রমুখ।

মাস্ক ব্যবহারে সাধারণ মানুষকে সচেতন করতে শুভসংঘ মহেশখালী শাখার মাস্ক বিতরণ কর্মসূচিকে সাধুবাদ জানিয়ে বক্তব্যে হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, অনেকের মধ্যে এখন এই ধারণা চলে এসেছে যে, দেশে এখন করোনা নেই। কিন্তু প্রকৃতপক্ষে করোনা এখনো রয়ে গেছে। তাই সবাইকে এই করোনা থেকে দূরে থাকার জন্য বাড়ির বাইরে গেলে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে।