Advertisement


৩ কোটি ৮২ লাখ টাকা ব্যয়ে দুটি শিক্ষা প্রতিষ্টানে নতুন ভবন হস্তান্তর করলেন এমপি আশেক


এম বশির উল্লাহ।।

ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের অর্থায়নে নব নির্মিত নতুন ২ টি বহুতল ভবন পৃথক দুটি শিক্ষা প্রতিষ্টানে হস্তান্তর করলেন মহেশখালীর সাংসদ আশেক উল্লাহ রফিক।

রবিবর সকাল ১০টায় কুতুবজোম অফসোর হাই স্কুলে অনুষ্টিত শুভ উদ্ধোধনী সভায় সাংসদ আশেক বলেন, ১কোটি ৯০লক্ষ টাকা ব্যায়ে নির্মিত এই প্রতিষ্টানটি শিক্ষার পাশাপাশি বহুমূখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রটিতে প্রায় ৮শতাদিক লোক প্রাকৃতিক দূর্যোগে আশ্রয় নিতে পারবে। শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্টায় গ্রাম থেকে শহরে শিক্ষা বিস্তারে ব্যাপক বাজেট বাস্তবায়ন করে আসছে,প্রতিটি বিদ্যালয় বিহীন গ্রামে বর্তমান সরকার স্কুল প্রতিষ্টা করছেন। আওয়ামীলীগ সরকারের আমলে মহেশখালীর ইতিহাসে সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত করেছে সরকার।


এদিকে এক শ্রেনীর ধর্মীয় গোড়ামির অপপ্রচার চালিয়ে আওয়ামীলীগ সরকারের ঘাড়ে দোষ চাপাতে লিপ্ত রয়েছে সেই সব ধর্ম ব্যবসায়িদেরকে প্রতিহত করার আহবান জানান।

কুতুবজোম অপসোর হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর ইসলাম, কুতুবজোম ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন খোকন,উপজেলা অাওয়ামীলীগ নেতা ডাঃ অামিরুজ্জাম্মান অানজু, প্রবীণ অাওয়ামীলীগ নেতা বশির উল্লাহ খাঁন, কুতুবজোম অাদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামদুল করিম,অফসোর হাইস্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম,বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদ সদস্য সাইফুল হক সিকদার,প্রভাষক এহেছানুল করিম, কুতুবজোম ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারন সম্পাদক রবিউল অালম,

উপজেলা যুবলীগের যুগ্ন অাহবায়ক এডভোকেট শেখ কামাল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অারহাজ্ব মোহাম্মদ জালাল সওদাগর, ছৈয়দ কবির মেম্বার,নুর হোসেন,অালহাজ্ব এমদাদুল হক সিকদার, অাবু হাসান,দিলদার বেগম, সদস্য নুরুল অালম, কুতুবজোমের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল অামিন খোকা, স্বাগত বক্তব্য রাখেন স্কুল শিক্ষক অামিনুল হক,কুতুবজোম ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়া সিকদার,উপজেলা যুবলীগ নেতা শাহনেওয়াজ, উপজেলা অাওয়ামীলীগের সদস্য অাব্দুর রহিম প্রমূখ। 


এসময় আরো উপস্থিত ছিলেন অফসোর হাইস্কুল পরিচালনা কমিটির সদস্যবর্গ,স্কুল শিক্ষক, অভিভাবক,ছাত্র-ছাত্রী­, শিক্ষক শিক্ষিকা সহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এদিকে বেলা ২ টায় আলাদা অপর অনুষ্টানে ছোট মহেশখালীর আহমদিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ১ কোটি ৯২ লাখ টাকা ব্যায়ে নির্মিত অপর ভবনটি মাদ্রাসা পরিচালনা কমিটির নিকট হস্তান্তর করেন।

এসময় আহত অতিথিসহ পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া ছোট মহেশখালীর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

দৃর্যোগ ও ত্রান ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সুত্রে জানা গেছে, ৩কোটি ৮২ লাখ টাকা ব্যায়ে এই ভবন দুটি আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন করা হয়েছে।

শিক্ষা প্রতিষ্টানের পাশা পাশি দূর্যোগ কালিন সময়ে সাধারন মানুষের জন্য খোলা থাককে এই সব প্রতিষ্টান।