Advertisement


মহেশখালীতে প্রথমবারের মতো পালিত হয়েছে আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবক দিবস


নিজস্ব প্রতিবেদক।।

আলোচনা সভা ও প্রণোদনা স্মারক প্রদানের মধ্য দিয়ে মহেশখালীতে প্রথমবারের মতো পালিত হয়েছে আর্ন্তজাতিক স্বেচ্ছাসেবক দিবস ২০২০। মহেশখালীতে কাজ করা এমন ১৬টি সামাজিক সংগঠনকে সাথে নিয়ে প্রথমবারের মতো দিবসটি পালন করেছে কালের কণ্ঠ’র পাঠক সংগঠন শুভসংঘ। 

দিবসটি পালন উপলক্ষ্যে শনিবার বিকেলে গড়াতেই উপজেলা পরিষদ প্রাঙ্গনে মহেশখালীর নানা প্রান্ত থেকে আসতে শুরু করে সামাজিক সংগঠনের কর্মীরা। বিকেল ৩টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া ঐ আয়োজন শেষ হয় বিকাল ৫টায় প্রণোদনা স্মারক প্রদানের মধ্য দিয়ে।

শুভসংঘের কেন্দ্রীয় নেতা অসীম দাশের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখে শুভসংঘ মহেশখালী শাখার আহবায়ক আরিফ বিন ছালেহ। এরপর একে একে মঞ্চে আসে মহেশখালীর ১৬ সামাজিক সংগঠনের নেতারা।


 

মহেশখালীর প্রধান সংবাদ মাধ্যম মহেশখালীর সব খবর ডট কমের সার্বিক সহযোগীতায় আয়োজনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলো মহেশখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলো মহেশখালী থানার তদন্ত ওসি আশিক ইকবাল, মহেশখালী প্রেস ক্লাবের সভাপতি মাহবুব রোকন।

এছাড়া আয়োজনটিতে বক্তব্য রাখে ভোরের কাগজ প্রতিনিধি এম বশির উল্লাহ, কক্সবাজার বার্তার প্রতিনিধি এস.এম রুবেল প্রমুখ

অন্যদের মাঝে এতে উপস্থিত ছিলো রিপোর্টাস ইউনিটি মহেশখালীর সভাপতি এম.এনামুল হক, সাধারণ সম্পাদক সালমান এফ রহমান, শুভসংঘ মহেশখালী শাখার যুগ্ন আহবায়ক জসিম উদ্দীন, শাহরিয়ার, শাহ জাহান আরিফ, সদস্য সচিব নাজমুস সাকিব, সদস্য শেখ আবদুল্লাহ, সোহেল, নাইম,  ইরফান বাাহার প্রমুখ।