Advertisement


মহেশখালীতে জেলা প্রশাসক মো. কামাল হোসেনের বিদায় সংর্বধনা


তারেক আজিজ।।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে বিদায় সংর্বধনা দিয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। ২৬  ডিসেম্বর বেলা ১১ টায় মহেশখালী উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়া সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক। 

উক্ত বিদায় সংর্বধনায় সংবর্ধিত অতিথি জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, মহেশখালীসহ জেলাবাসীর কথা আমার মনে থাকবে। মহেশখালীতে হচ্ছে উন্নয়নের মহাযজ্ঞ। প্রধানমন্ত্রীর হাজার কোটি টাকার প্রকল্পের কাজ চলছে এখানে। দ্রুতই উন্নয়নে মহেশখালীর রূপ পাল্টে যাবে। 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আশেক উল্লাহ রফিক এমপি বলেন -কক্সবাজারের জেলা প্রশাসক একজন মহৎব্যক্তি, তিনি একজন মানবিক মানুষও। মহেশখালী-কুতুবদিয়াসহ কক্সবাজারের উন্নয়নে তিনি বহুমুখী ভূমিকা রেখেছেন। 

এছাড়াও উক্ত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, সহকারী কমিশনার (ভূমি) সুইচিং মং মারমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাজাহান আলী, মহেশখালী পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম, ডা. মাহফুজুর রহমানসহ অন্যরা। 

উল্লেখ্য গত ১৭ ডিসেম্বর কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব হিসাবে বদলীর আদেশ করা হয়।