Advertisement


মহেশখালী আওয়ামী লীগে মেয়র দৌড় শুরু


অসীম দাশ// এম বশির উল্লাহ।।

আসছে মার্চে অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে উপজেলার প্রেস্টিজিয়াস ‘মহেশখালী পৌর মেয়র’ পদে বসতে তোরজোর শুরু হয়েছে মহেশখালী আওয়ামী লীগে। আজ মঙ্গলবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মনোনয়নের জন্য বায়োাডাটা জমা দিয়েছেন দশ জন সম্ভাব্য প্রার্থী ! অবিশ্বাস্য হলেও সত্য, এদের মধ্যে পুরোনো মেয়র সরওয়ার আজম কিংবা বর্তমানের মকছুদ মিয়া, সাবেক ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দে কিংবা সাবেক পৌর প্রশাসক পরীক্ষিত এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের ত্রান বিষয়ক সস্পাদক নাছির উদ্দীন অথবা সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ছাত্রলীগের হালিমুর রশিদ কিংবা সাবেক যুবলীগ সভাপতি মোঃ শাহাজাজান, কাউন্সিলর এম ছালামত উল্লাহ, কিংবা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিনের পুত্র সাদেক উল্লাহ ছিদ্দিকী কে নেই ! যেনো মেয়র হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন সবাই !

তবে মনোনয়নের জন্য যারা  বায়োডাটা জমা দিয়েছেন,তাদের মধ্যে নেয়ারই কথা এমন ২/৪ জন প্রার্থী থাকলেও,বাকিদের নেয়াটা বেশ চমকে দেয়ার মতোই। বিশেষত সাবেক যুবলীগ সভাপতি শাহাজাহান, ছাত্রলীগ সভাপতি হালিম, এবং সংবাদ কর্মী ছালামত উল্লাহ’র মনোনয়নের জন্য সিভি জমা দেওয়ার তথ্যে বিস্ময় জানিয়েছেন অনেকই, আবার খুশিও হয়েছেন অনেকই। এদিকে মহেশখালী আওয়ামী লীগের রাজনীতিতে পোড় খাওয়া এবং পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত এম আজিজুর রহমানের সিভি জমা দেওয়াও অনেকটা চমকে দিয়েছে সবাইকে।

আওয়ামীলীগের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জমা পড়া এসব সিভি জেলা নেতারা জমা দিবেন কেন্দ্রের নির্বাচন মনোনয়ন বোর্ডের কাছে, সেখান থেকেই আসবে প্রার্থীতার চূড়ান্ত ঘোষণা। আর তারজন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন…