Advertisement


মহেশখালীর ৯৬ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা


নিজস্ব প্রতিবেদক।।

মহেশখালীর প্রায় ৯৬ হাজার শিশুকে হাম রুবেলা টিকা দেয়া হবে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহাফুজুল হক।

তিনি বলেছেন, আগামী ১৯ ডিসেম্বর শনিবার ২০২০ থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ৬ সপ্তাহ চলবে হাম রুবেলা টিকাদান কার্যক্রম। নয় মাস থেকে দশ বছরের সকল শিশুকে এই টিকা দেয়া হবে। মহেশখালীর ৬৫৫ টি টিকা কেন্দ্রে একযোগে দেয়া হবে এই টিকা। ”

বৃহস্পতিবার(১৭ ডিসেম্বর) সকালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনকে তৃনমুলে ছড়িয়ে দিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুল হাই, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপন দত্ত, শিক্ষক প্রতিনিধি মোঃ আবদুল গফুর, শিক্ষা অফিসের প্রতিনিধি মোঃ ফারুক ইকবাল, মহেশখালী প্রেসক্লাবের প্রতিনিধি সাংবাদিক এম বশির উল্লাহ প্রমুখ।