Advertisement


ইন্দোনেশিয়া আটক করেছে ইরানের তেলবাহী জাহাজ


ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে বলেছেন, ইন্দোনেশিয়ার পানিসীমায় ইরানি তেলবাহী জাহাজ আটকের ঘটনা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।


তিনি আজ এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। জাঙ্গানে আরও বলেছেন, ট্যাঙ্কারটিতে ইরানি তেল বহন করা হচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।


গতকাল ইন্দোনেশিয়া সেদেশের পানিসীমায় ইরানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ মন্তব্য করলেন তেলমন্ত্রী।


এ সময় তিনি সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে বলেন, ইরানের তেল খাতে বিদেশি কোম্পানিগুলোকে সব সময় স্বাগত জানানো হয়েছে। বিদেশি কোম্পানিগুলো এখানে পুঁজি বিনিয়োগ করতে পারে।


তিনি আরও বলেন, ইরান তেল শিল্পের জন্য প্রয়োজনীয় জনশক্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। এটা অনেক বড় অর্জন।