Advertisement


রাশিয়ায় হাজার হাজার বিক্ষোভকারী গ্রেফতার


রাশিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সেই ন্যাভালনির মুক্তির আহ্বান জানানো সমাবেশে অংশ নেয়া ৩ হাজারেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।


উল্লেখ্য, চলতি মাসের ১৭ তারিখ জার্মানি থেকে দেশে ফেরার অব্যবহিত পর নাভালনিকে গ্রেপ্তার করা হয়।


গত আগস্ট মাসে রাসায়নিক অস্ত্রে ব্যবহৃত একটি বিষাক্ত নার্ভ এজেন্ট ব্যবহার করে তার শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল বলে মনে করা হয়। এরপর, তাকে জার্মানিতে চিকিৎসা দেয়া হয়েছিল।


বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে, শনিবার মস্কোর কেন্দ্রভাগে প্রায় ৪০ হাজারের মত লোকজন সমবেত হয়েছিলেন। সমাবেশটিকে অননুমোদিত আখ্যায়িত করে কর্তৃপক্ষ, তাদের সরে যেতে বলে এবং নির্দেশ অমান্যকারীদের গ্রেপ্তার করে।


নাভালনির সহধর্মিণী ইউলিয়াকেও কিছুক্ষণের জন্য আটক করা হয়।


একটি স্বাধীন মানবাধিকার সংস্থা বলছে, ১শ ১০’এরও বেশি শহর ও এলাকায় অন্ততপক্ষে ৩ হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


ভ্লাদিভস্তক শহরের একটি সমাবেশে যোগ দেয়া এক বিক্ষোভকারী বলেন যে, কর্তৃপক্ষের নাভালনিকে গ্রেপ্তার করা তিনি মেনে নিতে পারেননি।


এছাড়া তিনি, জীবনযাত্রার মান কমে যাওয়া ঠেকাতে সরকার কিছু করছে না বলেও অভিযোগ করেন।


উল্লেখ্য, রাশিয়ার অর্থনীতি ভেঙ্গে পড়ছে এবং গতকাল দেশটিতে করোনাভাইরাসের ২০ হাজারেরও বেশি নতুন সংক্রমণ ঘটেছে।