Advertisement


মহেশখালীতে গভীর রাতে যা ঘটল

ভোর রাত ৪টা, লেটনাইট আপডেটঃ হেফাজত নেতা মাওলানা মামুনল হক ইস্যুতে মহেশখালীতে গভীর রাতে হেফাজতের ব্যানারে হঠাত্ দফায় দফায় লাঠি মিছিল হয়েছে, মিছিল থেকে বিভিস্থানে ব্যাপক হামলা ও ভাংচুর করা হয়েছে। কালারমার ছড়ায় বৌদ্ধ মন্দিরে আক্রমণের চেষ্টা করা হয়েছে, বড় মহেশখালীতে আওয়ামী লীগ অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও থানা এলাকায় হামলা হয়েছে। কালারমার ছড়ায় যুবলীগ নেতা বাড়িতে হামলা ও ভাংচুর হয়েছে, পুলিশকে অবরুদ্ধ করার চেষ্টা হয়েছে, আহত হয়েছে একাধিক পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ফাঁকা গুলি করেছে। এ সব ঘটনায় রাতেই মহেশখালী থানায় পুলিশ বাদি হয়ে প্রায় ৩০০জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার বিষয়ে হার্টলাইনে যাচ্ছে প্রশাসন। রাতেই মহেশখালী আসছে অতিরিক্ত পুলিশ সদস্য। হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বিদের উপসনালয়গুলোতে বাড়তি নিরাপত্ত্বার ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগ্রহ করা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগ নেতৃত্ববৃন্দ আজ মহেশখালী আসবেন। হেফাজতের ব্যানারে মূলতঃ জামায়াত-বিএনপির লোকজন এ তণ্ডব চালিয়েছে বলে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের দাবি। -খবর একাধিক দায়িত্বশীল সূত্রের।।
বিশেষ সংবাদদাতা 𒊹 মহেশখালীর সব খবর।।