Advertisement


মাতারবাড়িতে সপ্তম জাহাজ


রকিয়ত উল্লাহ।। মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রে উদ্বোধনের পর কোনো রকম কয়লা ঘাটতির সম্মুক্ষীণে পড়তে না হয় সেজন্য আগে থেকেই বিদেশ থেকে লক্ষ লক্ষ টন কয়লা আমদানি  করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের রিজার্ভারে মজুদ করা হচ্ছে।  শুক্রবার (১১ আগস্ট) সকালে  ইন্দোনেশিয়ার তারানহা বন্দর থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি মন্ডিয়াল সান নামের জাহাজটিতে ৬৫ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে সপ্তম জাহাজটি মাতারবাড়ি বন্দর জেটিতে পৌঁছেছে। কয়লা নিয়ে মাতারবাড়ি বন্দরে এটি সপ্তম তম জাহাজ। সতর্কতার সঙ্গে সাড়ে ১২ মিটার গভীরতার জাহাজটি বন্দরের অস্থায়ী জেটিতে ভেড়ানোর পর শুরু হয়েছে কয়লা খালাসের প্রক্রিয়া। অত্যাধুনিক সাকশেন মেশিন এবং কনভেয়ার বেল্ট ব্যবহারের কারণে এ বিদ্যুৎকেন্দ্রে মাত্র ৩-৪ দিনে কয়লা খালাস শেষ হবে। এ নিয়ে গত ৪ মাসে প্রায় ৫ লাখ টন কয়লা আমদানি হয়েছে এই বিদ্যুৎ কেন্দ্রের জন্যে। বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার সাইফুর রহমান।    সূত্রে জানা যায় - গত ২৯ জুলাই তেল দিয়ে পরিক্ষামূলক ভাবে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।প্রথম দিনেই ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। ৪ আগস্ট থেকে তেলের পরিবর্তে কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন শুরু করেন মাতারবাড়ি কোলপাওয়ার জেনারেশন কোম্পানি। তারা সিডিউল অনুযায়ী দৈনিক ১৫০-১৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হচ্ছে এবং আগামী কাল থেকে দৈনিক ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার কথা রয়েছে।   অদ্যবদি প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে বলে সূত্রে জানা যায়।    মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন- গতকাল ৬৫ হাজার টন কয়লা নিয়ে ৭ম জাহাজ এসেছে। এসব আমদানি করা কয়লা নিয়ে নির্বিঘ্নে পরিক্ষামূলক ভাবে সিডিউল অনুযায়ী কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে জানান।