Advertisement


মাতারবাড়িতে সাগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ, ফায়ার সার্ভিসের চেষ্টা ব্যর্থ


রকিয়ত উল্লাহ।। কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ ইসমাইল(৪৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা চেষ্টা চালিয়েও ওই জেলেকে উদ্ধার করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাশন জানিয়ে এ নিয়ে ডুবুরি আনার চেষ্টা চলছে।

জানা গেছে- ১৭ আগস্ট (রবিবার) বিকাল ৩টার দিকে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জেলেটি নিখোঁজ হন। তিনি মাতারবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাইরারডেইল এলাকার মৃত সালেহ আহমদের পুত্র।  বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী। তিনি জানান- মাছ ধরতে গিয়ে এক জেলে বিকাল থেকে নিখোঁজ হয়েছে। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করার পর ফায়ারসার্ভিসের লোকজন এসে বিভিন্ন স্থানে দেখে গেলেও এখনও জেলের সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ জেলে মোহাম্মদ ইসমাইলের স্ত্রী জায়তুন আরা বলেন- "আমার স্বামী প্রতিদিনের মতো মাছ ধরতে গিয়ে দুপুর থেকে আর বাড়িতে ফিরে আসেনি। আমি প্রশাসনের নিকট আমার স্বামীর সন্ধান পাওয়ার জন্য সহযোগিতা কামনা করছি।  

এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে সব খবরকে জানান- ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর একটি ইউনিট ওই এলাকায় গিয়েছিলো, তারা নিখোঁজ জেলেকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় তাকে উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে ডুবুরি আনার চেষ্টা করা হচ্ছে।