Advertisement


ঝুঁকিমুক্ত পারাপারে সেতুর দাবী মহেশখালীবাসীর


এস. এম. রুবেল।।

কক্সবাজার-মহেশখালী নদীপথে সেতু নির্মাণের দাবীতে মহেশখালী উপজেলা প্রাঙ্গণের সামনে মৌন মিছিল, মানববন্ধন ও পথসভা অনুষ্টিত হয়েছে। মহেশখালী উন্নয়ন পরিষদ নামের একটি সংগঠন ও সেতু চাই আন্দোলন কমিটি’র যৌথ উদ্যেগে আজকের এই আয়োজনে মহেশখালীর বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনসহ নানা শ্রেণীপেশার মানুষ একাত্বতা প্রকাশ করে সমাবেশে উপস্থিত ছিলেন। এ দিন বিকেল ৩টায় সাংবাদিক ফরিদ দেওয়ান ও সাংবাদিক আবুল বশর পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে মৌন মিছিলযোগে প্রায় ২০টির অধিক সংগঠন ও ৫শতাধিক মানুষ উপস্থিত হয়ে দাবীর পক্ষে সমবেত হন। পরে উপজেলা প্রাঙ্গন থেকে গোরকঘাটা বাজার হয়ে মৌন মিছিল করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।  

মানববন্ধনে দ্রুত সেতুর দাবী করে বক্তারা জানান,“ স্বাধীনতার এত বছর পরেও মহেশখালী জনপদ অবহেলীত। এখনো মৃত্যুর ঝুঁকি নিয়ে দ্বীপের লক্ষ লক্ষ মানুষের নদী পার হতে হয়। বৃদ্ধ, শিশু, শিক্ষার্থী ও রোগীদের পড়তে অসহায় হয়রানীতে। ঘাটে প্রতিনিয়ত বোটে উঠতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে শতভাগ ঝুঁকিতেই ছোট ছোট স্পীড বোট ও গামবোটে করে পারাপার সত্যিই কষ্টকর। অনিচ্ছা স্বত্বেও নিরুপায় হয়ে নদী পারাপার করতে হয় সবাইকে। আর প্রতিবছর কোন না কোন নৌদুর্ঘটনায় পতিত হয়ে লাশ হয়ে ফিরতে হয় এই জনপদের মানুষদের। তাই জেলা সদর কক্সবাজারের সাথে শতভাগ ঝুঁকিমুক্ত নিরাপদ ও সহজলভ্য যাতায়াতের জন্যে একটি সেতু নির্মাণ খুব প্রয়োজন হয়ে দাড়িয়েছে। ”

মানববন্ধনের অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সেতু চাই আন্দোলন এর টীম লিডার প্রেস ক্লাব সভাপতি মাহবুব রোকন, বৃহত্তর গোরকঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামশুল আলম, মহেশখালী দুর্নীতির দমন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ড: মোহাম্মদ ফিরোজ খাঁন, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম বিএ, বর্ষিয়ান রাজনীতিবিদ ও মহেশখালী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র পূর্ণ চন্দ্র দে, উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিম, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক প্রভাষক এহসানুল করিম, সাবেক ছাত্রনেতা ও উপজেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি আব্দুস ছালাম বাঙালী, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব আলম, ইমামদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আইয়ুবুর রহমান, ছাত্রদের পক্ষে বক্তব্য রাখেন সজিব। 



জানা যায়, উপজেলা সদর থেকে কক্সবাজার জেলা সদরে যোগাযোগের একমাত্র মাধ্যম নদীপথ। যুগ যুগ ধরে এই নদীপথে ঘাটের অব্যবস্থাপনার কারণে প্রতিনিয়ত সাধারণ মানুষ নানান ভাবে হয়রাণী ও দুর্নীতির শিকার হচ্ছে। অভিযোগ রয়েছে, মনগড়া নিয়মে যাত্রী ও মালামালের উপর অনিয়ন্ত্রিত টোল আদায়, অতিরিক্ত বোট ভাড়া ও মালামাল ভাড়া সহ যাত্রীদের চাপ বাড়লে কৃত্রিম সংকট দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিনব পন্থা অবলম্বন করে কোটি কোটি টাকা দুর্নীতি করছে ঘাট সংশ্লিষ্ট একটি সিন্ডিকেট। এই সিন্ডিকেটের কাছে অসহায় নিরীহ যাত্রীরা। যাত্রীদের কেউ প্রতিবাদ করলে তাদের সাথে খারাপ আচরণ সহ রীতিমত নাজেহাল করা হয় বলেও অভিযোগ রয়েছে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করে ব্যানার সহকারে যোগ দিয়েছেন ডাকবাংলো বণিক কল্যাণ সমিতি, ফকিরাঘোনা যুব কল্যাণ সমবায় সমিতি, গোরকঘাটা গোলশান সোসাইটি, ভাই ভাই সমিতি হাসপাতাল সড়ক, মিশুক গাড়ি বণিক সমিতি নতুন বাজার, মহেশখালী ডিগ্রী কলেজ বাংলা বিভাগ, বড় মহেশখালী দর্জি কারিগর সমবায় সমিতি, সেন্টার ফর এন ভাইরন্টমেন্ট হিউম্যান রাইটস, ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতি পৌরসভা, নুরুল হক ফাউন্ডেশন মহেশখালী, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মহেশখালী, তোফাইল স্মৃতি পরিষদ, দক্ষিণ পুটিবিলা ভিং হিউম্যান অর্গানাইজেশন, মহেশখালী ব্লাড ডোনারস কমিউনিটি, মহেশখালী রিপোর্টার্স ইউনিটি সহ বেশ ক'টি সংগঠন।

///অসীম//এস.ই//