Advertisement


about

আমাদের সর্ম্পকে

মহেশখালীর সব খবর -কক্সবাজারের উপকূলীয় দ্বীপ উপজেলা মহেশখালী থেকে পরিচালিত সবচেয়ে জনপ্রিয় একটি খবরের মাধ্যম। আমরা দীর্ঘ সময়জুড়ে দায়িত্বশীল ও পেশাদারিত্বের সাথে এ অঞ্চলের খবর সংগ্রহ ও পরিবেশন করে আসছি। মহেশখালীর সব খবর গ্রুপে একাধিক ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল রয়েছে। আমরা এসকল মাধ্যম ব্যবহার করে মানুষকে খবরের জানানোর পাশাপাশি নানা বিনোদন ও শিক্ষামূলক কনটেন্ট প্রকাশ করে থাকি। খবরের পেশাদারিত্বই শক্তি -এ থিমকে ধারণ করে আমরা এগুতো চাই।