Advertisement


রাতের আধারে পাহাড় কাটা -এবার বড় মহেশখালীতে


এবার পাহাড়খেকো চক্র বড় মহেশখালীতে ঢুকে পড়েছে। রাতের আধারে পাহাড় কেটে বিভিন্ন স্থানে সরবরাহ দিচ্ছে চক্রটি। সম্প্রতি পাহাড় কাটার বিষয়ে প্রশাসন অভিযান জোরদার করলে চক্রাটি গোপনে রাতের আধারে পাহাড় কেটে বিভিন্ন স্থানে মাটি সরবরাহ দিচ্ছে বলে সূত্র জানিয়েছে। 


সূত্র জানায় -বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়ার কাছে পাহাড়ি এলাকা থেকে গভীর রাতে মাটি কাটার কাজ করছে এ চক্রটি। রাতে মাটি কেটে রাতারাতি তা বিভিন্ন স্থানে পৌঁছে দিচ্ছে। প্রশাসনের নজর এড়াতে মূলত রাতে মাটি কাটা হচ্ছে বলে সূত্রে প্রকাশ। 


আজ রাত আড়াইটার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৪ টি ডাম্পার সমানতালে মাটি বহন করে চলছে। গাড়িগুলো দেবাঙ্গাপাড়া থেকে কুলালপাড়ার মোড় হয়ে প্রধান সড়কের দিকে যাচ্ছে বলে প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন। 


এ প্রতিবেদনে ব্যবহৃত ছবি এ সড়ক থেকে রাত ২টার কিছু সময় পরে তোলা। 


এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন বাসিন্দারা।