Advertisement


লবণের ন্যায্যমূল্য নিয়ে চাষিরা আশাবাদি -সংসদ বক্তব্যে এমপি আশেক



জাতীয় সংসদে মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেছেন, কক্সবাজার জেলার অর্থনীতির অন্যতম চালিকা শক্তি লবণ।  বিগত সময়ে মিয়ানমার থেকে চোরাই পথে লবণ আনায় লবণের মুল্য বিপর্যয় ঘটেছিল। 



বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই লবণ আমদানি হবে না বলে ঘোষণা দিয়েছেন। তিনি এত ব্যস্ততার মাঝেও লবন এর ব্যাপারে আওয়ামী লীগের নেতাদের সাথে কুতুবদিয়ায় ফোনে কথা বলেছেন। এতে আশ্বস্ত হয়েছেন চাষীরা। আমরা চাই এবার লবণের ন্যায্য মূল্য নিশ্চিত হবে।



কক্সবাজারের লবণ শিল্প আরো এগিয়ে যাবে। তিনি আরো বলেন বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের লাশ নিয়ে উপহাস করেছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন বিরোধীদলীয় নেত্রী হয়েও জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। তিনি ঘূর্ণিঝড় হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যেই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছিল। তাই শুধু রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে তিনি মাদার অব হিউমিনিটি হননি। তিনি আগেও মানবতার পক্ষে অসংখ্য কাজ করেছেন। ফলে তিনি বিশ্বে অন্যতম একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। 



মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আমরা বাঙালি জাতি আজ গর্ব করতে পারি। তিনি আরো বলেন অচিরেই কুতুবদিয়ায় জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে। এছাড়া মহেশখালীতে প্রায় শতভাগ বিদ্যুতায়ন সম্পন্ন হওয়ার পথে।



তিনি আরো বলেন মহেশখালীতে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিক একাধিক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এতে গভীর সমুদ্রবন্দর অন্যতম। এই প্রকল্প বাস্তবায়ন হলে পুরো মহেশখালী কক্সবাজার জেলা অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে। 



বর্তমানে এই মেগা প্রকল্প কে ঘিরে পুরো জেলাব্যাপী উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। মহেশখালীতে ইতিমধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। গতকাল জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি জাতীয় সংসদের একটি অর্থবহ গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।