Advertisement


ছোট মহেশখালীতে একাধিক প্রার্থীর লগু তৎপরতা


আ ন ম হাসান,
মহেশখালীর সব খবর।। 

মহেশখালীতে আগামী ২০২১ সালের মার্চের মাঝামাঝি সময়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ আগামী ইউপি নির্বাচনকে ঘিরে মহেশখালীতে  নির্বাচনী আলোচনা বিভিন্ন হিসেব নিকেশ বেশ আগেভাগেই শুরু হয়েগেছে ৷ সম্ভাব্য প্রার্থীর সমর্থকদের বিভিন্ন আলোচনা, তাদের পক্ষে প্রচার প্রচারণাসহ নানান কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছে তারা ৷ পুরাতন প্রার্থীদের পাশাপাশি এবারে বেশকিছু নতুন ও তরুণ প্রার্থীদের জোর প্রচার প্রচারণাও দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে ৷ আগামী ইউপি নির্বাচনকে ঘিরে সম্ভাব্য ইউপি চেয়ারম্যানদের দৌড়ঝাঁপ, আলোচনা, হালহকিকত নিয়ে মহেশখালীর সব খবর ধারাবাহিক রিপোর্ট প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করেছে ৷ এবারের পর্ব ছোট মহেশখালী। তবে সম্ভাব্য প্রার্থীরা লগু তৎপরতা চালালেও পুরুদমে কেউই এখনও নির্বাচনী প্রচারণায় নামেনি। 

জানাগেছে -সাগর বেষ্টিত দ্বীপ উপজেলা মহেশখালী ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে ৷ নির্বাচন অফিসের তথ্য মোতাবেক ছোট মহেশখালী ইউনিয়নটি ৯ নম্বর ইউনিয়ন হিসেবে লিপিবদ্ধ রয়েছে ৷ শুরু থেকেই এ ইউনিয়নটি নানাভাবে আলোচনায় রয়েছে ৷ বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের দৌড়ঝাঁপে নির্বাচনী হিসেবনিকেশ করতে আগেভাগেই বসে পড়েছে বিজ্ঞ রাজনৈতিক মহল ৷ দলীয় ব্যানারে মনোনয়ন নয়তো দলীয় গ্রিন সিগনাল পেতে উপর মহলে লবিং করতেও ব্যস্ত রয়েছে ৷

পাশাপাশি সম্ভাব্য প্রার্থী ও কর্মি সমর্থকেরা ভোটারদের মন জয় করতে নানান কৌশলে এগুচ্ছে ৷ সেই সুযোগে আগেভাগেই  নির্বাচনী আমেজ বিরাজ করছে সবখানে। হাটে, বাজারে, দোকানপাটে ও বাড়িঘরে ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে ৷ বিগত সময়ে যারা জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছে তাদের কৃতকর্মের সফলতা ব্যর্থতার আলোচনা সমালোচনাও হচ্ছে সামান তালে। 

ছোট মহেশখালী ইউনিয়নের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটার ও কর্মী সমর্থকদের মাঝে যাদের নাম শুনা যাচ্ছে- বর্তমান চেয়ারম্যান জিহাদ বিন আলী, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার এনামুল করিম এনাম, সাহিত্যিক ও গবেষক সাদাত উল্লাহ খান, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের  সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দু সামাদ, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সিরাজুল মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম রায়হান, ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জহিরুল ইসলাম সিকদার, সাবেক ছাত্রনেতা রিয়ান সিকদার, ছোট মহেশখালী যুব ঐক্য পরিষদের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাস্টার মাহবুব আলম, বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলার দপ্তর সম্পাদক শাহরিয়ার চৌধুরী, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দিন সরওয়ার ও জাতীয় শ্রমিকলীগ ছোট মহেশখালী ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি আশরাফ জামাল সহ বেশকিছু পরিচিত অপরিচিত নামের প্রার্থীর নাম শোনা যাচ্ছে। 

তবে বর্তমানে ছোট মহেশখালীতে প্রার্থীদের মূল হিসেব আটকে আছে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন কে পাচ্ছে -তার উপর।