এম. এ. কে. রানা।। মহেশখালীর গোরকঘাটা–জনতা বাজার সড়কে শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি মামলার মাধ্যমে সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হয়। অন্যদিকে সড়কে শৃঙ্খলা ইস্যুতে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বড় মহেশখালী ইউনিয়নের মাহারাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এসময় নৌবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
আদালতের অভিযান চলাকালে বেশ কিছু যানবাহনের বৈধ কাগজপত্র না থাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে ছিল মোটরযান রেজিস্ট্রেশন সনদ, ফিটনেস সার্টিফিকেট, রোড পারমিট এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা। সড়ক পরিবহন আইন অনুযায়ী সংশ্লিষ্ট চালক ও মালিকদের বিরুদ্ধে ৯টি মামলায় মোট ১৪ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন-সড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। জননিরাপত্তার স্বার্থে ট্রাফিক আইন মানা সবারই দায়িত্ব।
মহেশখালীতে অপ্রাপ্তবয়স্ক অটোচালকদের রুখতে কঠোর প্রশাসন
এদিকে মহেশখালীতে যানজট ও দুর্ঘটনা রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি অপ্রাপ্তবয়স্ক ছেলেদের অটোরিকশা চালানোর প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।
মঙ্গলবার প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়- সম্প্রতি মহেশখালীর রাস্তায় কিছু অপ্রাপ্তবয়স্ক ছেলে অটোরিকশা চালক হিসেবে কাজ করছে। ট্রাফিক আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান না থাকায় তাদের বেপরোয়া গাড়ি চালানোর ফলে প্রতিনিয়ত যানজট ও ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে।
এই সমস্যা নিরসনে উপজেলা প্রশাসন তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেগুলো হলো- রাস্তায় অপ্রাপ্তবয়স্কদের গাড়ি চালানো বন্ধ করতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারী অপ্রাপ্তবয়স্ক চালকের পাশাপাশি সংশ্লিষ্ট অটোরিকশার মালিকের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার সকল অটোরিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে।
পরিস্থিতি বিবেচনায় মহেশখালীর সকল অটোরিকশা মালিককে সতর্ক করা হয়েছে, যাতে তারা অপ্রাপ্তবয়স্ক ও অনভিজ্ঞ চালক দিয়ে যানবাহন চালানো থেকে বিরত থাকেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির অনুলিপি জেলা প্রশাসক, বাংলাদেশ নৌবাহিনী, সহকারী কমিশনার (ভূমি), মহেশখালী থানা এবং সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।
জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে মাইকিংয়ের মাধ্যমে এ বিজ্ঞপ্তি ব্যাপক প্রচারের নির্দেশও দেওয়া হয়েছে।
এ বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্ সবখবরকে বলেন- অপ্রাপ্তবয়স্ক চালক ও নিয়মনীতিহীন গাড়ি চালানোর এই অবস্থা চলতে দেওয়া যায় না। সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। বিভিন্ন বাজার এলাকায় সড়ক দখল, সড়কের ওপর গাড়ির স্টেশন গড়ে ওঠার কারণে দুর্ঘটনা ও জনভোগান্তি বেড়েছে। অপ্রাপ্তবয়স্ক চালক ও গাড়ি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সড়ক দখলের বিরুদ্ধেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।