Advertisement


কালারমার ছড়ায় জমি নিয়ে বিরোধ, উত্তেজনা; সংঘর্ষের আশংকা


নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলার কালারমার ছড়া নয়া পাড়ায় অবৈধ ভাবে জায়গা দখল নিতে দুপক্ষের মধ্যেই সংঘর্ষের আশংকা সৃষ্টি হয়েছে। মোঃ হোসাইন ও মাওলানা রাহমত উল্লাহ গং এর দীর্ঘদিনের ভোগদখলীয় জায়গা দখল করার অভিযোগ ওঠেছে নয়া পাড়ার মৃত ইসলামের পূত্র মোঃ ফারুক গং এর বিরুদ্ধে।

সূত্রে জানা যায় আর এস ৫৮৩ নং এর অধীনে ৫৮৬ নং এর এমআর আর ৫৮২ নং খতিয়ানে আর এস দাগ ১০৬৯ দাগের বিএস জরিপের ১০১০ খতিয়ানে হাল দাগ ১৯৩৩  মূলে উক্ত জায়গায়র মালিক দেখা যায় হাকিম আলী পিতা কালু মিয়া,আনোয়ারা জং হাকিম আলী, হালিমা খাতুন জং হামিদ আলী। কিন্তু উক্ত বিএস ও বিএস খতিয়ানের সংবাদ তুললে দেখা যা যার আর এস খতিয়ান নং  ৪৬৮, আর এস দাগ ১৪৫৮।  যা বিএস ও আর এসের সাথে কোন মিল নেই৷ কিন্তু গুরা বিবি গং দলিলে ভূল ও মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট কবলা সৃজিন করে উক্ত জায়গা বিক্রি করে দিয়েছেন। কিন্তু উক্ত আরএস মূলে জায়গা হিসাব করলে দেখা যায় উক্ত জায়গার মালিক আছমত আলী,গুনু মিয়া, মনু মিয়া ও নজু মিয়া৷ সেই নজু মিয়ার অংশ ক্রয় করে দীর্ঘ দিন ভোগদখলে চিলেন। কিন্তু ২১/১২/৯২  ইং ১৮৩৩ দলিল মূলে গুরা বিবির গং বিএস খতিয়ান ৩৯৫ এর  দাগ ১৬৭০ মূলে ১২ করা দাবি করে জায়গা দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান ভুক্তভোগী মোঃ হোসাইন ও মাওলানা রাহমত উল্লাহ। তিনি আরও জানান,স্থানীয় চেয়ারম্যানকে অবগত না করে একজন বেসরকারি সার্ভেয়ার দিয়ে জায়গা পরিমাপ করে ভুল রিপোর্ট দিয়ে জায়গা দখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই উক্ত ঘটনা তদন্ত পূর্বক প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।  

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদোে বক্তব্য নেওয়া চেষ্টা করেও সম্ভব হয়নি।

রকিয়ত/