Advertisement


মহেশখালীতে ‘অপারেশন ডেভিল হান্ট’: আওয়ামী লীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক।। অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে মহেশখালী থানার টানা অভিযানে গতকাল থেকে আজ ভোররাত পর্যন্ত মোট ৯ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় পদে রয়েছেন। 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মো. সফি (৬৫), সভাপতি, ০৭নং ওয়ার্ড আওয়ামী লীগ, ছোট মহেশখালী; সুকুমার চন্দ্র দে (৪৯), সভাপতি, ০৪নং ওয়ার্ড, বড় মহেশখালী; মোহাম্মদ শাহজাহান (২৫), সাংগঠনিক সম্পাদক, ০৭নং ওয়ার্ড ছাত্রলীগ, হোয়ানক; মো. আবুল কালাম (৬০), সভাপতি, ০১নং ওয়ার্ড, বড় মহেশখালী; মোহাম্মদ সেলিম (৫০), মেম্বার ও সভাপতি, ০৭নং ওয়ার্ড, ছোট মহেশখালী; রহমত উল্লাহ (৪০), সভাপতি, ০৯নং ওয়ার্ড, হোয়ানক; নুরুল কাদের (৪৫), ত্রাণ সম্পাদক, যুবলীগ, শাপলাপুর; রফিক উদ্দিন (৫৩), সাধারণ সম্পাদক, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ি; ও নুরুল আলম (৭১), সদস্য, ০৮নং ওয়ার্ড, মাতারবাড়ি। 

পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান চালানো হয় এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক পূর্ব মামলা রয়েছে।