Advertisement


বহির্বিশ্বে গবেষণায় আবদান রাখছেন মহেশখলীর কৃতি সন্তান মিজানুর রহমান


নিজস্ব প্রতিবেদক।। মহেশখালী উপজেলার গোরকঘাটা, থানা পরিষদ এলাকার হাজী এনামুল হকের পুত্র মোহাম্মদ মিজানুর রহমান অস্ট্রেলিয়ার অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে (The University of Adelaide) গবেষক হিসেবে যোগদান করেছেন।

এর আগে চীন সরকারের বৃত্তিতে তিনি Ningbo University, China থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও অটোমেশন বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে অস্ট্রেলিয়ার University of South Australia থেকে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এ সময় তিনি টেকসই পণ্য নকশা, উৎপাদন ও উদ্ভাবনভিত্তিক গবেষণায় ‘হাই ডিস্টিংশন’ লাভ করেন।

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং সংস্থা Engineers Australia কর্তৃক প্রফেশনাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি পান তিনি। বর্তমানে তিনি অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ে টেকসই নির্মাণ সামগ্রী গবেষণার নেতৃত্ব দিচ্ছেন।


এছাড়া উচ্চ ক্ষমতাসম্পন্ন পানি পরিশোধন প্রযুক্তি উদ্ভাবন ও মান যাচাই করাও তাঁর গুরুত্বপূর্ণ গবেষণা ক্ষেত্রের একটি অংশ।

গবেষণার পাশাপাশি মিজানুর রহমান সামাজিক ও শিক্ষাক্ষেত্রেও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সহায়তায় তিনি অ্যাডিলেড বিশ্ববিদ্যালয়ের UniMentor হিসেবে কাজ করেছেন এবং বিদেশি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে খাপ খাওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।