সাহাব উদ্দীন সিকদার।। মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আবুল বশর পারভেজের বয়োবৃদ্ধ পিতা আব্দুল নবী সওদাগরকে মারধরের ঘটনায় অন্যতম পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত কানী রাশেদা আক্তার রাশোনাকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশের একটি টিম। তিনি মহেশখালীর পুলিবিলা দাশিমাঝি পাড়ার মৃত নুরুল আমিনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, রাশেদা আক্তারের বিরুদ্ধে পূর্বে থেকেই একাধিক অভিযোগ রয়েছে। চুরির মাল আত্মসাৎ, স্বনামে-বেনামে মামলা দিয়ে হয়রানি করা, বিচার শালিসি প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা এবং সুদি মহাজনি কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হক গণমাধ্যমকে জানান, গ্রেপ্তারকৃত রাশেদা আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
