Advertisement


মহেশখালীতে দ্বীপ আলো সংঘ'র বৃক্ষরোপণ কর্মসূচী

অসীম দাশ::

মহেশখালীতে স্থানীয় সামাজিক সংগঠন দ্বীপ আলো সংঘ'র উদ্যেগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। 'গাছে গাছে সবুজ দেশ, আমার সোনার বাংলাদেশ'- এই স্লোগান নিয়ে গত ৩ জুলাই শুক্রবার সংগঠনটি কালারমারছড়া ইউনিয়নের আধাঁরঘোনা জামে মসজিদের আঙ্গিনায় এই কর্মসূচি পালন করে।

স্থানীয় বেশ কজন মেধাবী তরুন মিলে গড়ে তোলা এই সংগঠনটির যাত্রা শুরু হয় এ বছরের পহেলা জুনে। দ্বীপ আলো সংঘ'র সহ-সাংগঠনিক সম্পাদক মো কাইসার হামিদ সব খবরকে বলেন " বৃক্ষরোপণ কর্মসূচি টি আমাদের প্রথম কোন কর্মসূচি। এই কর্মসূচির আওতায় আমরা কয়েকটি মসজিদে বৃক্ষরোপণ করেছি। ভবিষ্যতেও আমরা আরও নানা জন-কল্যাণমূখী কর্মসূচি হাতে নিব"।