Advertisement


মহেশখালীর সন্তান অরুপের কবিতা: ‘ অষ্টাদশী '

অষ্টাদশী
---অরুপ দে
তুমি আমার শৈশবের মতো চঞ্চল, মায়ের মতোন পবিত্র, ঘাসফুলের মতোন কোমল— এলোকেশী তুমি অপ্সরী।
সুধার মতো তোমার ঘ্রাণের নেশা, পুষ্পের ন্যায় সৌন্দর্য, চাতকের মতোন নয়ন— কেড়েছো যুবকের শয়ন। তুমি বসন্তের মতো মৌসুমি প্রেমিকা, কাজলরাঙা নয়নে খুনী, প্রেমিকার রূপে স্বৈরাচারী— হৃদয়ের কপাটে বিদ্রোহী। হৃদয় মালঞ্চে মৃত্যুর মতো কঠিন তুমি, সর্বগ্রাসিনী শকুন তুমি, প্রেমিকের বিষাদের কারণ— তবুউ তুমি মায়ের মতোই সুন্দর।।