Advertisement


রাতের আধাঁরে মহেশখালী ঘাটে ইউএনও’র অভিযান; জরিমানা গুনলো বোট চালক


অতিথি প্রতিবেদক।।

মহেশখালী-কক্সবাজর রুটে গামবোটে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং মাঝ নদীতে ভাড়া উত্তোলন করে যাত্রীদের নিরাপত্তা হুমকিতে ফেলার অভিযোগে জরিমানা গুনেছে এক গামবোট চালক। আজ সন্ধ্যায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: মাহফুজুর রহমানের ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়। এসময় গাম বোট চালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। 

জানা যায়, সন্ধ্যা ৭ টার সময় কক্সবাজার ৬নং ঘাট থেকে ৬০ জনের অধিক যাত্রী নিয়ে সব্বির মাঝির গাম বোটটি মহেশখালী ঘাটে আসছিল। এসময় চালক অন্য জনকে বোট চালাতে দিয়ে নদীর মাঝপথে যাত্রীদের নিকট থেকে ভাড়া উত্তোলন করে। 

এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো: মাহফুজুর রহমান জানান, যাত্রীদের অভিযোগ পেয়ে মহেশখালী ঘাটে অভিযান চালায়। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযুক্ত চালককে জরিমানা করা হয়েছে।”

///রুবেল//অসীম//এস.ই//