Advertisement


ধলঘাটায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সরওয়ার আলমের গণসংযোগ


এ.এম হোবাইব সজীব।।
উপজেলার ধলঘাটা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের বিএনপি তথা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী সরওয়ার আলম গণসংযোগ করেছেন। 

শনিবার ধলঘাটা ১ নং ওয়ার্ড নাছির মোহাম্মদ ডেইল ২ নং ওয়ার্ড উত্তর ও দক্ষিন মহুরী ঘোনা পানির ছড়া ৩ নং ওয়ার্ড বনজামিরা ঘোনা এলাকায় দিনব্যাপী গণসংযোগ  করেন তিনি।

এ সময় সরওয়ার আলম বলেন -আমি আপনাদের ভালোবাসা দেখে অভিভূত। আপনাদের এই ভালবাসা আমার চলার পথে অনুপ্রেরণা হয়ে থাকবে। যারা এই গণসংযোগে অংশগ্রহণ করেছেন -তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। 

গণসংযোগকালে তার সাথে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।