Advertisement


চট্টগ্রাম থেকে দুদকের হাতে আরও দুই দালাল আটক


মহেশখালীর তহসিলদার জয়নাল আটকের পর দুদকের অভিযানে আটক হয়েছে মহেশখালী ভূমি অধিগ্রহণ কাজে দালালির সাথে জড়িত আরও দুই দালাল। চট্টগ্রাম থেকে একটু আগে তাদের গ্রেফতার করা হয়৷ 


গ্রেফতারকৃতরা হল দালাল সার্ভেয়ার লোশব লাল দে ও দালাল মুহিববুলাহ। মুহিবুল্লাহর বাড়ি কক্সবাজারের ইনানী এলাকায়। দু'জনই কক্সবাজার এলএ অফিসের শীর্ষ দালাল। 


সূত্র জানায় -আজ বিকাল ৫ টায় চট্টগ্রামে ওমরগণী এমইএস কলেজের সামনে (গেইট এলাকা) থেকে তাদের গ্রেফতার করেছে দুদকের উপসহকারী পরিচালক শরীফের নেতৃত্বে দুদকের একটি টিম।