Advertisement


মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাঠে গড়ালো মহেশখালী প্রিমিয়ার ক্রিকেট লীগ


আ.ন.ম হাসান।।

মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রথমবারের মতো মাঠে গড়ালো মহেশখালী প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০২০/২১ ৷

২মার্চ মঙ্গলবার মহেশখালীর জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রিকেট লীগের  শুভ উদ্বোধন করেন, মহেশখালী উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি, ইউএনও মোঃ মাহফুজুর রহমান ৷

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়ার সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, এম আশরাফুল আজিজ সুজনের সঞ্চালনায়  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক ৷

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-

 বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার ৷  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে ৷ ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে ক্রীড়া ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা করতে নানান উদ্যোগ গ্রহণ করেছে বর্তমান সরকার ৷ এরই অংশ হিসেবে আজকের মহেশখালী প্রিমিয়ার ক্রিকেট লীগের আয়োজন ৷

 আমি আশাবাদী, এই লীগের মাধ্যমেই একদিন মহেশখালী হতে মুমিনুল হক সৌরভের মতো শতশত ক্রিকেটার বাংলাদেশ ক্রিকেটের অগ্রযাত্রায় ভূমিকা রাখবে ৷

পাশাপাশি ফুটবল, ব্যাডমিন্টন, হা-ডু-ডু সহ বছর জুড়েই নানান টুর্নামেন্ট মাঠে গড়াবে ৷


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এম আজিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, শিক্ষাবিদ মাষ্টার রুহুল আমিন, বৃহত্তর গোরকঘাটার সাবেক চেয়ারম্যান,  আওয়ামী লীগ নেতা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলহাজ্ব শামশুল আলম, সদস্য মাষ্টার গিয়াস উদ্দীন, সদস্য মাহমুদ উল্লাহ, সদস্য এইচ এম জসিম উদ্দিন, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আ ন ম হাসান প্রমুখ ৷

মহেশখালী প্রিমিয়ার ক্রিকেট লীগে মোট ১২টি দল অংশ গ্রহণ করেছে বলে আয়োজক কমিটির সূত্রে জানা যায়