Advertisement


ইউনুসখালীতে জমি বিরোধের জের: আ'লীগ নেতা ও তার ছেলেদের হামলায় আহত ৪


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালী উপজেলার কালামারছড়ার ইউনুসখালীতে জমি বিরোধের জেরে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও দখলের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামীলীগ মোস্তাক আহমেদের বিরুদ্ধে। এসময় তিনি তার ছেলে-ভাগিনাদের লেলিয়ে দিয়ে দেশীয় অস্ত্রস্বস্ত্র লড়,মস্তুল নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে স্থানীয় সোহেল,আকতার, রুহুল আমিন, আবদুল মোনাফকে পিটিয়ে মারাত্মক ভাবে আহত করেছে।

৫ মে বিকালে কালারমার ছড়ার ইউনুস খালীর মাইজপাড়ায় এঘটনা ঘটে। স্থানীয়রা আহতদেরকে উদ্বার করে মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে ভিকটিম সোহেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্রগ্রামে প্রেরণ করে।  

ভিকটিম সোহেল বলেন, আমাদের পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে স্থাপনা করার সময় আওয়ামী সন্ত্রাসী মোস্তাক এসে বাঁধা দিয়ে চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় তার নেতৃত্বে তার ছেলে কপিল, মিজান, জিসান, মেয়ের জামাই নিশাত লোহার লড় ও মাস্তুুল নিয়ে হামলা চালিয়ে আমার মাথা পেটে দিয়েছে এবং আমাকে উদ্ধার করতে আসায় আকতার, রুহুল আমিন, আবদুল মোনাফকে

সোহেলের উপর অর্তকিত এ হামলা চালায়। আমি এঘটনার সুষ্ঠু তদন্ত করে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।  

এ বিষয়ে ভোক্তভোগীর ভাই আক্তার বলেন, এরা দীর্ঘদিন ধরে আমাদের মায়ের পাওয়া ঘরভিটা ভোগ করে আসছিল, আজ আমরা আমাদের ঘর ভিটার কথা বললে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এবং বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি-ধমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আওয়ামী লীগের নামধারী মোস্তাক ও তার ছেলেদের কয়েকবার মোবাইলে ফোন করলে পাওয়া যায়নি।

এ বিষয়ে কালারমারছড়ার এস.আই এমদাদ বলেন, 'এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।