সোনাদিয়ার স্থানীয় বাসিন্দারা জানান- আজ মাগরিবের আগে জোয়ারের তোড়ে সোনাদিয়ার পশ্চিম পাড়া এলাকার সৈকতে লা*শটি ভেসে আসে। স্থানীয় জেলেরা লাশটি দেখতে পেয়ে গ্রামের লোকজনকে খবর দেন, পরে লোকজন গিয়ে একই চিত্র দেখেন। পরে তারা বিষয়টি মহেশখালী থানা পুলিশকে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান- আনুমানিক ২৭-২৮ বছর বয়সি এ মরদেহের কানে হেডফোন ও হাল্ফ প্যান্ট পরা আছে। তাদের কাছে পর্যটক বা বিশেষ কোনো ব্যক্তির লাশ মনে হওয়ায় তারা লাশের কাছে যায়নি, পুলিশকে খবর দেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাশটি সৈকতে পড়ে আছে।
এদিকে এটি কোনো পর্যটকের মরদেহ বলে ধারণা করছে পুলিশ। খবর পেয়ে পুলিশের একটি টিম সোনাদিয়ায় পৌঁছানোর চেষ্টা করছে, রাতে ফের জোয়ারের সময় লাশটি উদ্ধার করা সম্ভব হবে বলে মহেশখালী থানার ওসি মো. কায়সার হামিদ আশা প্রকাশ করছেন।
স্থানীয় সচেতন ব্যক্তিরা জানিয়েছেন- পুলিশ কর্তৃক লাশ উদ্ধারের পর মরদেহটির পোশাকের পকেটে কোনো প্রকার পরিচয়পত্র পাওয়া গেলে তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে। ছবি: প্রতিকী