Advertisement


মহেশখালীতে করোনার উচ্চ সংক্রমণ, একদিনেই শনাক্ত ২০!


অসীম দাশ ।।

গ্রীস্ম আবহে হঠাৎ করেই মহেশখালীতে করোনা সংক্রমণে উল্লম্ফন দেখা দিয়েছে। বিগত কয়েকদিনের মধ্যে শুক্রবার (২৩ এপ্রিল) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৭০টি নমুনার মধ্যে ২০টি করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে ১৯ জনই রয়েছেন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের লোক।

মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহফুজুল হক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ‘শুক্রবার মহেশখালী উপজেলায় নতুন করে একদিনে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। চলতি মাসে মহেশখালীতে করোনা সংক্রমণ কিছুটা বাড়ছে। তাই জনসাধারণকেও ঢিলেঢালা জীবনযাপন ছেড়ে আগের মতো স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যবিধি অনুসরণ ও মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করতে হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, শুক্রবার নতুন শনাক্ত ২০ জনসহ মহেশখালীতে এ পর্যন্ত মোট ৪৯১ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় এই উপজেলায় মৃত্যু হয়েছে ২ জনের। নতুন শনাক্ত ২০ জনের ১৯ জন মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের এবং বাকি ১ জন হোয়ানক ইউনিয়নের।