Advertisement


করোনা আক্রান্ত সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী


ফুয়াদ মোহাম্মদ সবুজ, মহেশখালীঃ

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন কক্সবাজারের স্থানীয় দৈনিক মেহেদীর ভারপ্রাপ্ত সম্পাদক ও মহেশখালী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এবং কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম.ইকবাল বাহার চৌধুরী।

গত সোমবার (১৯ই এপ্রিল) কক্সবাজার সদর হাসপাতালে করোনার নমুনা জমা দিলে পরেরদিন মঙ্গলবার সেটি পজিটিভ আসে। এর আগে তিনি জ্বর-কাশিতে ভোগেন, পরে স্থানীয় হাসপাতালের চিকিৎসকের পরামর্শক্রমে করোনা টেষ্ট করালে করোনা পজিটিভ আসে তার। বর্তমানে তিনি কক্সবাজার বাহারছড়া এনজিও কতৃক একটি প্রাতিষ্ঠানিক আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন আছেন।

মহেশখালীর সন্তান সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী স্থানীয় দৈনিক মেহেদী ছাড়াও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।