Advertisement


কালারমার ছড়ার রাজনীতিবিদ মাস্টার বশির আহমেদ আর নেই


ফুয়াদ মোহাম্মদ সবুজ।।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন কালারমারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাস্টার বশির আহমেদ। আজ শুক্রবার (১৪ই মে) সকালে ফকিরাঘোনা নিজগৃহে তার মৃত্যু হয়।

বর্ষীয়ান এই রাজনীতিবীদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ ও নোনাছড়ি ওয়ার্ড আওয়ামীগের সভাপতি আব্দু শুক্কুর ভেট্টা।

কালারমারছড়া ইউনিয়নের এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। অবশেষে আজ শুক্রবার তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।