Advertisement


মহেশখালী চ্যানেল থেকে যুবকের লাশ উদ্ধার


জুয়েল বড়ুয়া।।
মহেশখালী চ্যানেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্বজনেরা। নিহতের বাড়ি কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া এলাকায় বলে প্রাথমিক ভাবে জানাগেছে। একটু আগে মরদেহটি উদ্ধার করে স্বজনরা কক্সবাজারের পথে রওয়ানা হয়েছেন।

লাশ উদ্ধার করতে আসা স্বজনদের সাথে কথা বলে জানাগেছে, গতকাল বিকেল ৪টার দিকে সমুদ্রে মাছের পোনা সংগ্রহ করতে বের হয়ে আর বাড়ি ফিরেনি এ যুবক। রাত থেকে একটি ট্রলার নিয়ে সমুদ্রের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুঁজি করেও নিখোঁজ যুবকের সন্ধান পাচ্ছিল না আত্মীয়-স্বজনরা। পরে আজ বেলা আড়াইটারদিকে মহেশখালী জেটি ঘাট থেকে আধা মাইল দূরে লাশটি ভেসে ওঠে। এ সময় কক্সবাজারের দিক থেকে মহেশখালীতে আসা গামবোটের যাত্রীদের সহায়তায় স্বজনরা লাশটি উদ্ধার করে কক্সবাজার নিয়ে যায়।

একটি মাছ ধরার ট্রলার নিয়ে সন্ধানে বেরিয়েছিলো। লাশ উদ্ধারের সময় এ ট্রালারের স্বজনদের মাঝে কান্নার রোল পড়তে দেখাগেছে।

এ প্রসঙ্গে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই জানিয়েছেন -মহেশখালী চ্যানেলে একজন ব্যক্তির মরদেহ ভেসে এসেছে শোনে পুলিশ লাশ উদ্ধারের উদ্যোগ নেয়। এরইমধ্যে স্বজনরা লাশটি উদ্ধার করে কক্সবাজারে নিয়ে যায়। লাশটি কক্সবাজারের বলে জানাগেছে।