Advertisement


উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কুতুবজোম আশ্রয়ন প্রকল্পে ৩৪০ পরিবারে মাংস বিতরণ


বার্তা পরিবেশক।।
মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়ন প্রকল্পের ৩৪০ পরিবারে ঈদুল আযাহা উপলক্ষে মাংস বিতরণ করা হয়েছে।

আজ বুধবার ২১জুলাই দুপুরে কুতুবজোম ইউনিয়নের অবস্থিত বিভিন্ন আশ্রয়ন প্রকল্পে থাকা পরিবারে মাংস বিতরণ করা হয়।

 সূত্রে জানা যায়, মহেশখালীর কুতুবজোমে ইউনিয়নের আশ্রয়ন প্রকল্পে থাকা পরিবারের জন্য ৩টি গরু ও একটি ছাগল দেওয়া হয়। তা ইউনিয়নে অবস্থিত তাজিয়াকাটার দুইটি আশ্রয়ন প্রকল্পের ১০০ পরিবারে, ঘটিভাঙ্গা দুইটি আশ্রয়নে পরিবারে  ২২০ পরিবারে ও বঙ্গবন্ধু শতবর্ষ এর ২০ টি পরিবার সহ মোট ৩৪০টি পরিবারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  মাঝে মাংস বিতরন।

কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন খোকন  জানান, আমার ইউনিয়নে থাকা আশ্রয়ন প্রকল্পের আওয়াতায় ও বঙ্গবন্ধুর শতবর্ষে ঘর পাওয়া পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাংস বিতরণ করা হয়।

 
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান জানান, ঈদুল আযাহা উপলক্ষে যাতে আশ্রয়ন প্রকল্পে থাকা পরিবার গুলো কোরবানি মাংস নিয়ে পরিবার নিয়প ঈদ উদযাপন করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাংস বিতরণ করা হয়।

-রকিয়ত উল্লাহ/