Advertisement


মহেশখালী-কক্সবাজার নৌ-রুটে নদী মোহনায় ঝুঁকিপূর্ণ জাল, প্রশাসনের অভিযান

৫টি বিহিন্দী জাল কেটে নিরাপদে নৌ-চলালের উদ্যোগ


রকিয়ত উল্লাহ।।
কক্সবাজার-মহেশখালী নৌ-পথে ৫ টি বিহিন্দী জাল কেটে দিয়ে নিরাপদে নৌ-যান চলাচলের ব্যবস্থা করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

২ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে আনসার সদস্য ও এক দল শ্রমিক নিয়ে অভিযান চালিয়ে ৫টি বিহিন্দী জাল কেটে দেওয়া হয়। কেটে দেওয়া জালের অর্থমূল্য ৫ লাখ হবে বলে সূত্রে প্রকাশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কক্সবাজার-মহেশখালী নৌ-পথে বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ ভাবে বিহিন্দী জাল বসানোর ফলে যাতায়ত ঝুঁকিপূর্ণ হয় এবং বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ অবস্থায় মহেশখালী উপজেলা প্রশাসন নৌ-রুটের ওই পয়ন্টে অভিযান পরিচালনা করে ৫ টি বিহিন্দী জাল কেটে দুর্ঘটনা এড়াতে নিরাপদে নৌ-যান চলাচলের ব্যবস্থা করা হয়।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান জানান, মহেশখালী-কক্সবাজার নৌ-পথে  বাঁকখালীর মোহনায় কিছু অসাধু জেলে প্রশাসনের পক্ষ থেকে বারবার নিষেধ ও সর্তক করার পরও বিহিন্দী জাল বসিয়ে নৌ-যান চলাচলে ঝুঁকি সৃষ্টি করে মাছ ধরে যাচ্ছিল। এ অবস্থায় খবর পেয়ে অভিযান চালানো হয়। আগামীতে  একইভাবে জাল বসালে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।