রকিয়ত উল্লাহ।। মহেশখালীর কুতুবজোমে ইউপি নির্বাচন ঘিরে রাজনৈতিক শক্তি প্রদর্শন ও কেন্দ্র দখল, ভয়ভীতি ও আধিপত্য বিস্তার করতে গিয়ে দফায় দফায় গুলাগুলি ও মারামারিতে জড়িয়ে পড়ে বিভিন্ন প্রার্থীর কর্মী-সমর্থকরা।
জানা গেছে -উভয় পক্ষের কয়েক দফা গুলাগুলির ঘটনায় বেশ কয়েকজন আহতসহ নির্বাচনের দিন সকালে (২০ সেপ্টেম্বর) আবুল কালাম(৫০) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান। এঘটনায় আরও গুলিবিদ্ধ হয়ে আহত হন কাজল, বারেক, সাইফুল ও সেলিমসহ বেশ কয়েকজন।
এসব ঘটনায় অস্ত্র হাতে থাকা কয়েক জন যুবকের ছবি ও ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। কুতুবজোমের ইউপি নির্বাচনে কেন্দ্র দখল ও সংঘর্ষ চলার সময় প্রকাশ্যে অস্ত্র হাতে নৌকার সমর্থক জাহাঙ্গীর বাদশা প্রকাশ বেন্দুের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এছাড়াও ভিডিওতে আরও কিছু অস্ত্রধারী ও পেশাদার সন্ত্রাসীদের দেখা যায়। এসব ঘটনায় অস্ত্রের ছড়াছড়ি দেখা গেলেও এখনো কোন অস্ত্র উদ্ধার ও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
অবৈধ অস্ত্রের ব্যবহারে উদ্বিগ্ন নাগরিক সমাজ। তারা এসব ঘটনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নকে দায়ী করেছে। পাশাপাশি দ্রুত সময়ে অস্ত্রধারীদের গ্রেফতার করে অস্ত্র উদ্ধারের দাবি জানান।
মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই জানিয়েছেন -অবৈধ অস্ত্র ব্যবহারকারী ও ব্যবহৃত এ সব উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের অভিযান অব্যহত রয়েছে।