Advertisement


চট্টগ্রামে থেকেও মহেশখালীর খুনের মামলায় আসামি হলেন ছাত্রনেতা সিবগাত উল্লাহ


মাহবুব রোকন।।
ঘটনার সময় চট্টগ্রামে অবস্থান করেও মহেশখালীর কালারমার ছড়ায় সংগঠিত আলা উদ্দিন খুনের ঘটনায় করা মামলায় আসামি হয়েছেন বলে দাবি তুলেছেন মহেশখালী জাগ্রত ছাত্র সমাজ নামের একটি সংঘঠনের নেতা সিবগাত উল্লাহ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করা একটি ভিডিওতে তিনি সিসিটিভি ফুটেজের প্রমাণ দেখিয়ে ঘটনার সময় তিনি চট্টগ্রাম ছিলেন বলে দাবি করেন এবং তার এ দাবির পক্ষে প্রমাণ দেখানোর চেষ্টা করেন। এ ভিডিওতে তিনি মামলায় তার আসামি হওয়ার বিষয়টি মামলাটির বাদিও জানে না বলে তথ্য দেন, বাদির সাথে তার ফোনালাপ মর্মে একটি ক্লিপও ভিডিওতে যোগ করেন। এ হত্যা মামলায় তার আসামি হওয়ার বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দোষারোপ করে বক্তব্য দেন।

ফেসবুকে এমন ভিডিও দেখার পর বিষয়টি নিয়ে তার কাছে জানতে চাইলে মি. সিবগাত বলেন -"ঘটনার সময় তিনি চট্টগ্রাম অবস্থান করছিলেন এবং এ সব বিষয়ে তিনি কিছুই জানতেন না। তিনি এলাকায় থাকেও না বলে দাবি করে তাকে দমন করার মানসিকতা থেকে ষড়যন্ত্রমূলক ভাবে তাকে এ মামলার আসামি করা হয়। মিথ্যা ভাবে মামলায় তাকে ঘটনাস্থলে ছিলো বলে দেখানো হয়।"