Advertisement


আজ থেকে মহেশখালীর নতুন ৩৬ ইউপি মেম্বারের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীতে আজ (২০ জানুয়ারি) থেকে নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদের মেম্বারদের ৩ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে। মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে অনলাইনে লাইভ আয়োজনে বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে থাকবেন। তথ্যটি নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এক পত্র সূত্রে তিনি জানান-উপজেলার হোয়ানক, মাতারবাড়ি ও কুতুবজোম ইউনিয়নের নারী ও পুরুষ মেম্বারগণ এ কর্মশালায় যোগ দিবেন। তিনটি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত ৩৬ জন ইউপি মেম্বার এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করার কথা রয়েছে।

মূলতঃ ২০, ২৩ ও ২৪ জানুয়ারি সকাল ৯টা থেকে এ কর্মশালা শুরু হবে। এতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর পরিচালক মো. আবু বকর ছিদ্দিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা প্রশিক্ষক হিসেবে থাকবেন।