Advertisement


মহেশখালীর পাহাড়ে পুলিশের অভিযান


বিশেষ সংবাদদাতা।। মহেশখালীর পাহাড়ে একটি মদের কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কারখানাটি গুড়িয়ে দেওয়া হয়। পুলিশ কারখানাটি থেকে বিপুল পরিমাণ তরল মদ উদ্ধার ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করে। গ্রেফতার করা হয় ৩ ব্যক্তিকে। ঘটনার বিষয়ে পুলিশ মামলা করেছে।

মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান- মঙ্গলবার বিকেলে উপজেলার শাপলাপুর ইউনিয়নের লোহারছাড়া নামের গহীন পাহাড়ের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- বড় মহেশখালীর দেবাঙ্গাপাড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে রুহুল আমিন, ছোট মহেশখালীর সিপাহীর পাড়া গ্রামের মৃত আব্দু সাত্তারের ছেলে ফোরকান মিয়া এবং বশিরাখোলা গ্রামের মো. হাবিবের পুত্র পারভেজ হোছাইন।

মহেশখালী থানার উপ পরিদর্শক আবু বক্কর জানিয়েছেন- তার নেতৃত্বে পুলিশের একটি ইউনিট দীর্ঘ গোয়েন্দা তৎপরতা চালিয়ে পাহাড়ে অভিযান পরিচালনা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পাহাড়ের ভেতর কারখানা গেড়ে চোলাই মদ প্রস্তুত করে বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো বলে স্বীকার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা করেছে৷