এ সময় সংক্ষিপ্ত সমাবেশে আশেক উল্লাহ রফিক এমপি বলেন- আমি বিগত ১০ বছর এলাকার জনগণের জন্য কাজ করেছি। উন্নয়ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছি। আগামীতে পুণরায় নির্বাচিত হলে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমি আপনাদেরই সন্তান। কাউকে কোনদিন অসম্মান করিনি। যার যতটুকু প্রাপ্য সম্মান দিয়ে সকলের সাথে মিলেমিশে কাজ করার চেষ্টা করেছি। তিনি গতকাল কুতুবজুমে গণসংযোগ শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা। বক্তব্য রাখেন- মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন, আমিরুজ্জামান আঞ্জু, এম আব্দুল মান্নান, কুতুবজোম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল হুদা, সাধারণ সম্পাদক রবিউল আলম, আওয়ামী লীগ নেতা এম আব্দুল মান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক সোহেল উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি রেজাউল করিম, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক হালিমুর রশিদসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
পরে আশেক উল্লাহ রফিক এমপি আদিনাথ মন্দিরে একটি ধর্মীয় উৎসবে যোগ দেন। শেষে শালাপুরে আলাদা একাধিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।