Advertisement


কালারমার ছড়ায় চিংড়ি ঘেরে মুখোশধারীদের হানা: লুট হয়েছে মাছ, অস্ত্রের মুখে জিম্মি মালিকপক্ষ


নিজস্ব প্রতিবেদক।। কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের নোনাছড়ি গ্রামে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলায় চিংড়ি চাষের ঘোনায় ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে।

অভিযোগকারী মোছাফফর আহম্মদ নামের একজন চাষি মহেশখালী থানায় লিখিত অভিযোগে জানান, তিনি পশ্চিম নোনাছড়ি এলাকার আজগর বাপের ঘোনার দায়িত্বপ্রাপ্ত চাষি। গত ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় মুখোশধারী একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের ঘোনায় হামলা চালিয়ে চাষিদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।

এ সময় চাষের ঘোনা থেকে প্রায় ১০০ কেজি লইল্যা মাছ, ২০ কেজি বাগদা চিংড়ি এবং ৪০ কেজির মতো অন্যান্য জাতের মাছ লুট করে নিয়ে যায় হামলাকারীরা। ভুক্তভোগীর দাবি, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগের আশ্রয়-প্রাপ্ত সন্ত্রাসী এবং বিগত ১৭ বছর ধরে এলাকায় হত্যা, ডাকাতি ও লুটপাট চালিয়ে যাচ্ছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়- জুলাই বিপ্লবের পর এসব সন্ত্রাসী আধাঁরঘোনার পূর্ব পাশে পাহাড়ি এলাকায় আশ্রয় নেয়। দিনে তারা পাহাড়ে ঘুমায়, আর রাত হলেই এলাকায় নেমে পড়ে তাণ্ডব চালাতে।

চাষি মোছাফফর আহম্মদের দাবি- পাহাড়ে অবস্থান করা এই সন্ত্রাসীরা মুখোশ পরে তাদের ঘোনায় হামলা চালিয়ে মাছ লুট করেছে।

তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন- ঘটনাস্থলে তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় এনে এলাকাবাসী ও চাষিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক জানিয়েছেন- তারা এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।