Advertisement


বিএনপি নেতা এস্তেফাজুল হক আর নেই, জানাজায় সর্বস্তরের মানুষের ঢল, বিভিন্ন মহলের শোক


এম এ কে রানা, মাতারবাড়ি থেকে।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহেশখালী উপজেলা শাখার আওতাধীন মাতারবাড়ি ইউনিয়নের প্রবীণ নেতা আলহাজ্ব এস্তেফাজুল হক (৬৭) আর নেই।

গত ৩০ জুন (সোমবার) সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও চার কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপি নেতা এস্তেফাজুল হক সম্প্রতি হৃদযন্ত্রের জটিলতায় আক্রান্ত হয়ে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরদিন (মঙ্গলবার, ১ জুলাই) বাদে আসর মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাজায় সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। তাঁকে শেষবারের মতো দেখতে বহু মানুষ ভিড় করেন।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট নুরুল আলম, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী এবং মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী।

পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ডা. মিনহাজুল আবেদীন নান্নু, মরহুমের ছোট ভাই মাস্টার মঈন উদ্দীন এবং পুত্র হাফেজ আসাদ উল্লাহ গালিব।

প্রসঙ্গত, এস্তেফাজুল হক ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য, মহেশখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মাতারবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি ছিলেন মাতারবাড়ি এলাকার একজন জনপ্রিয় সমাজসেবক ও শিক্ষানুরাগী। ব্যক্তিগত জীবনে ছিলেন সজ্জন, সদালাপী।

এস্তেফাজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও সুধী সমাজ। তাঁরা আলাদা শোকবার্তায় মরহুমের কর্মময় জীবন স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।