আক (শনিবার) দুপুর সাড়ে ১২টায় ফাউন্ডেশনের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বড় মহেশখালীতে ফাউন্ডেশন কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ. এম. হামিদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্ল্যহ্। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব এম. আবদুল মাজেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জাবেদ আল মামুন, কক্সবাজার জেলা জামায়াতের কার্যকরী পরিষদ সদস্য মো. জাকের হোসেন। সেবা ফাউন্ডেশনের পরিচালক হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেবা ফাউন্ডেশনের সেক্রেটারি জুলাইযোদ্ধা আকিল বিন তালেব। বক্তারা আশা প্রকাশ করেন, ফাউন্ডেশন মানবতার কল্যাণে কাজ করবে এবং সমাজের অসহায় মানুষের পাশে সবসময় দাঁড়াবে।
মহেশখালীতে এই নতুন উদ্যোগ মানুষের জীবনে নতুন আলো এবং সহায়তার পথ খুলে দেবে- এমনটি প্রত্যাশা সকলের।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শেণিপেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।