মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম এর সভাপতিত্বে মহেশখালী সরকারি মডেল হাই স্কুল হল কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, জেলা নির্বাচন অফিসার মোঃ আজিজ।
ব্রিফিং সেশনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, ভোটকেন্দ্রের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব-বণ্টন এবং ভোটগ্রহণ কার্যক্রমের সামগ্রিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পেশাগত সততা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
ব্রিফিং শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহেশখালী থানাধীন একাধিক ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভোটকেন্দ্র গুলোর নিরাপত্তা ব্যবস্থা, অবকাঠামোগত প্রস্তুতি, নিয়োজিত জনবলের প্রস্তুতি এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এসময় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ভোটগ্রহণকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
